Bangla Knowledge
*** ভারতীয়দের
মধ্যে কে প্রথম বাংলা ব্যাকরণ রচনা করেন?
উত্তরঃ রামমোহন রায়
*** কোন ভাষা
থেকে বাংলা ভাষার জন্ম?
উত্তরঃ
বঙ্গ-কামরূপী
*** ভাষার ক্ষুদ্রতম
একক কি?
উত্তরঃ
ধ্বনি
*** তৎসম শব্দ
বলতে কি বুঝায়?
উত্তরঃ
সংস্কৃত শব্দ
*** সর্বপ্রথম
ধাতুতে খোদাই বাংলা হরফ ব্যবহার করেন কে?
উত্তরঃ
ব্রাসি হ্যালহেড
*** পৃথিবীর
অধিকাংশ ভাষায় সাধারণত কয়টি রুপ থাকে?
উত্তরঃ
দুইটি
*** বাংলা ভাষার
ব্যাকরণ প্রথম কোন ভাষায় রচিত হয়?
উত্তরঃ
পর্তুগীজ ভাষায়
*** বাংলা ভাষায়
মৌলিক স্বরধ্বনি কয়টি?
উত্তরঃ
৭টি
*** বাংলায়
কোন কোন পদে বচনের সূত্র প্রয়োগ হয়?
উত্তরঃ
বিশেষ্য ও সর্বনাম
*** বাক্যের
অংশ কয়টি?
উত্তরঃ
২টি
*** রচনা ও
লিঙ্গ ব্যাকরণের কোন আংশে আলোচিত হয়?
উত্তরঃ
রূপতত্ত্ব বা শব্দতত্ত্ব
*** শব্দের
পূর্বে কি বসে?
উত্তরঃ
উপসর্গ
*** বাংলা মুদ্রাক্ষরের
জনক বলা হয় কাকে?
উত্তরঃ
চালর্স উইলকিন্স
*** বাংলা গদ্যের
ব্যাপক ব্যবহার শুরু হয় কখন থেকে?
উত্তরঃ
আধুনিক যুগে
*** বাংলা ভাষার
মূল উৎস কোন ভাষা থেকে?
উত্তরঃ
বৈদিক ভাষা
*** বৈদিক ভাষা
থেকে বাংলা ভাষা পর্যন্ত বিবর্তনের প্রধান তিনটি ধারা কি কি?
উত্তরঃ
প্রাচীন ভারতীয় আর্য, মধ্য ভারতীয় আর্য ও নব্য ভারতীয় আর্য
*** কোন ভাষা
বৈদিক ভাষা নামে স্বীকৃত?
উত্তরঃ
আর্যগণ যে ভাষায় বেদ সংহিতা রচনা করেছেন
*** পুরাণ কোন
ভাষায় রচিত?
উত্তরঃ
সংস্কৃত
*** কোন লিপিকে
ভারতের মৌলিক লিপি বলা হয়?
উত্তরঃ
ব্রাক্ষী লিপি
*** বাংলা ভাষার
সঙ্গে মিল খুঁজে পাওয়া যায় কোন ভাষার?
উত্তরঃ
মুন্ডা ভাষার
*** প্রাচীন
ভারতীয় আর্য ভাষার স্তর কয়টি?
উত্তরঃ
তিনটি
*** কোন ভাষা
থেকে বাংলা ভাষার উৎপত্তি?
উত্তরঃ
মাগধী প্রাকৃত
*** কোন যুগে
বাংলা লিপি ও অক্ষরের গঠনকার্য শুরু হয়?
উত্তরঃ
সেন যুগে
*** কোন যুগে
বাংলা লিপির গঠনকার্য স্থায়ীরুপ লাভ করে?
উত্তরঃ
প্রাচীন যুগে
*** বাংলা ভাষা
কোন গোষ্ঠীর বংশধর?
উত্তরঃ
হিন্দ-ইউরোপীয় গোষ্ঠীর
*** বাংলার
প্রথম মুদ্রণ প্রতিষ্ঠানের নাম কি?
উত্তরঃ
শ্রীরামপুর মিশন
*** কত সালে
শ্রীরামপুর মিশন প্রতিষ্ঠিত হয়?
উত্তরঃ
১৮০০ খ্রিষ্টাব্দে
No comments