চকলেট ব্রাউনি
উপকরণঃ-
ময়দা–১/৪ কাপ,
চকলেট চিপস–১ টেবিল চামচ,
বেকিং সোডা–১/৪ কাপ,
কোকো পাউডার–১/৮ কাপ,
ভ্যানিলা এসেন্স–১/২ চা চামচ,
মাখন–১/৪ কাপ,
চিনি–স্বাদ মতো।
প্রণালিঃ-
প্রথমে একটি বড় ননস্টিক হাঁড়িতে পানি গরম
করতে দিন।পানি ফুটতে শুরু করলে হাঁড়ির মুখে একটি বড় কাচের বাটি রেখে তাতে চিনি ও মাখন
দিন।মাখন ও চিনি গলে গেলে ভালো করে ফেটে বা মিশিয়ে নিন।এবার একে একে ময়দা,বেকিং সোডা
ও কোকো পাউডার দিয়ে ভালো করে মেশান।তারপর ভ্যানিলা এসেন্স ও চকলেট চিপস দিয়ে দিন।চকলেট
চিপসের বদলে মেল্টেড চকলেট দিতে পারেন।সব উপকরণ ৫ মিনিট ভালো করে মেশানোর পর বেকিং
প্যানে মিশ্রণটি ঢেলে মাইক্রোওভেনে দিন।উপরে আপনার পচ্ছন্দ মতো বাদাম কুচি ও কিচমিচ
ছিটেয়ে দিতে পারেন।মাইক্রোওভেন ১৮০ ডিগ্রীতে প্রিহিট করে নিন।৩০-৩৫ মিনিট বেক করার
পর প্যান বের করে একটি টুথপিক ঢুকিয়ে দেখুন ব্রাউনি নরম কিন্তু জমাট বাঁধা হয়েছে কিনা।হয়ে
গেলে বের করে ফেলুন।তারপর চকলেট সস দিয়ে সাজিয়ে গরম গরম পরিবেশন করুন।
No comments