Header Ads

Header ADS

মুজিব বর্ষ, জাতীয় শিশু দিবস।

১৭ ই মার্চ,বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শততম জন্মবার্ষিকী। এ উপলক্ষে বাংলাদেশ সরকার ২০২০-২১ সালকে মুজিব বর্ষ পালনের ঘোষণা দিয়েছেন। ১৯২০ সালের ১৭ ই মার্চ অবিভক্ত ভারতের পূর্ববঙ্গে (বর্তমান বাংলাদেশের গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়া গ্রামে) শেখ পরিবারে জন্ম গ্রহণ করেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। আবার ২০২১ সালের ২৬ মার্চ বাংলাদেশ স্বাধীনতার অর্ধ-শত বার্ষিকীতে পদার্পণ করবে। বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা এবং দেশটির স্বাধীনতা সংগ্রামে বঙ্গবন্ধু ওতপ্রোতভাবে জড়িত ছিল, তাই ২০২০ সালের ১৭ ই মার্চ থেকে ২০২১ সালের ২৬ মার্চ পর্যন্ত মুজিব বর্ষ পালনের সিদ্ধান্ত নেয় বর্তমান সরকার।


মুজিব

মুজিব বর্ষ উদযাপনের কর্মসূচি সমূহঃ-
                                        আনন্দ উৎসব, বঙ্গবন্ধু বিপিএল, ক্ষণ গণনা (১০ জানুযারি বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্নের দিন থেকে শুরু), ১৭ ই মার্চ জাঁকজমকভাবে বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকী অনুষ্ঠান উদযাপন, বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে শেখ মুজিবুর রহমানের ভূমিকা তৃণমূল পর্যায়ে প্রচার, সেবা ও উন্নয়ন মূলক কাজ, স্বদেশ প্রত্যাবর্তন দিবস, আওয়ামীলীগের প্রতিষ্ঠা বার্ষিকী, জাতীয় শোক দিবস, জেল হত্যা দিবস, গণহত্যা দিবস, বুদ্ধিজীবী দিবস, ছয় দফা আন্দোলন দিবস, স্বাধীনতা দিবস, স্বল্পদৈর্ঘ্য চলচিত্র, প্রামাণ্যচিত্র, গিনস ওয়ার্ল্ড রেকর্ডসে বঙ্গবন্ধুর প্রতিকৃতি অন্তভুর্ক্তকরণ, বঙ্গবন্ধুর নামে আন্তর্জাতিক পুরস্কার প্রবর্তন, বাংলা ও ইংরেজিতে বঙ্গবন্ধু শেখ মুজিব জন্মশত বার্ষিকী স্মারক গ্রন্থ প্রকাশ। এছাড়াও ইউনেস্কোয় বঙ্গবন্ধু শেখ মুজিবুরের নামে পুরস্কার প্রতবর্তন সহ ২৯৬ টি পরিকল্পনা হাতে নিয়েছে সরকার।

২০১৯ সালের ১২-২৭ নভেম্বরে প্যারিসে অনুষ্ঠিত অধিবেশনে ২৫ নভেম্বর ইউনেস্কোর সকল সদ্যের উপস্থিতিতে বাংলাদেশের সাথে যৌথভাবে মুজিব বর্ষ পালনের সিদ্ধান্ত গৃহীত হয়।

বঙ্গবন্ধুর জন্মদিন জাতীয় শিশু দিবস হিসেবও পালিত হয়।

No comments

Powered by Blogger.