Header Ads

Header ADS

ঠোঁটের যত্নে; কোমল ঠোঁটের মিষ্টি হাসি ।।


ঠোঁট

সুস্থ ঠোঁট সৌন্দর্যের একটি অপরিহার্য অংশ।আর্দ্র ও মসৃণ ঠোঁট মানেই সুস্থ ঠোঁট।সুস্থ এবং মসৃণ ঠোঁটের জন্য যা যা করতে হবেঃ

১। ঠোঁট সবসময় আর্দ্র রাখতে লিপবাম ব্যবহার করুন ।
২। প্রতিদিন সকালে নরম টুথব্রাশ দিয়ে ঘষে ঠোঁটের ডেড স্কিন সেল গুলো তুলে ফেলুন । ঠোঁটের আর্দ্রতা ধরে রাখতে লিপবাম ব্যবহার করুন ।
৩। রাতে ঘুমানোর আগে লিপবাম ব্যবহার করুন,এতে আপনার ঠোঁটের প্রয়োজনীয় আর্দ্রতা বজায় থাকবে এবং প্রতিদিন সকালে নরম,কোমল ও মসৃণ ঠোঁট অনুভব করবেন ।
৪। সূর্যের ক্ষতিকারক UV রশ্নি থেকে আপনার ঠোঁটকে সুরক্ষিত রাখতে SPF সমৃদ্ধ লিপবাম ব্যবহার করুন ।
৫। লিপস্টিক লাগানোর আগে ঠোঁটে লিপবাম দিয়ে নিন ।এটি আপনার কোমল ঠোঁটকে লিপস্টিকের কৃত্রিম রং এর পার্শ্ব-প্রতিক্রিয়া থেকে রক্ষা করবে ।
জিহ্বা দিয়ে ঠোঁট ভিজাবেন না । এতে আপনার ঠোঁট প্রাকৃতিক আর্দ্রতা হারিয়ে শুষ্ক ও রুক্ষ হয়ে যাবে ।
৭। দাঁত দিয়ে ঠোঁট কামড়াবেন না । এতে ঠোঁটের ডেড স্কিন উঠে আসবে এবং ঠোঁট আরো শুষ্ক ও খসখসে হয়ে যাবে ,এমনকি রক্ত বেরিয়ে আসতে পারে যা সারতে দেরি হয় ।
৮। ঠোঁটকে ভেতর থেকে আর্দ্র রাখতে প্রচুর পানি পান করুন । যদি শরীরে পানি স্বল্পতা হয় তাহলে ঠোঁটও শুকিয়ে আসে ।
৯। বিভিন্ন শাক-সবজি খেতে পারেন ,এর ভিটামিন আপনার শরীর ও ঠোঁটের জন্য ভাল ।

No comments

Powered by Blogger.