Header Ads

Header ADS

***""চকবাজার অগ্নিকান্ড ট্র্যাজেডি""



চকবাজারে ঘটে গেলো হৃদয় বিদারক এক মর্মান্তিক ঘটনা। গত ২০ শে ফেব্রুয়ারি ২০১৯,রাত ১০৩২ মিনিটে নন্দন কুমার দত্ত সড়কের চুড়িহাট্টা মসজিদের সামনে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। হঠাৎ বিস্ফোরণে আগুনের লেলিহান শিখা মুহূর্তে ছড়িয়ে পড়ে চারপাশে।মিনিটে আগুনের ভয়াবহতা প্রকট রুপ ধারণ করে, দাউদাউ করে জ্বলে উঠে আগুন মুহূর্তেই চকবাজার চুড়িহাট্টা হয়ে উঠে জীবন্ত আগ্নেয়গিরি। পুড়ে ছাই হয়ে যায় দোকান,গাড়ী,মানুষ। ফায়ার সার্ভিসের ১৩ টি স্টেশনের ৩৭ টি ইউনিট আগুন নিভানোর চেষ্টা করে এবং সকালে আকাশপথে বিমানবাহিনীটি হেলিকপ্টার দিয়ে পানি ছিটানো হয়। কিন্তু আগুনের দাবানল সেই পানিকে পাত্তা না দিয়ে পুরোটা জ্বলে এবং সব জ্বালিয়েঘন্টা পর শান্ত হয়। সকাল৩০ মিনিটের দিকে আগুন মোটামুটি নিয়ন্ত্রণে আসে। সরুগলি আগুনের তীব্রতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বেগ পেতে হয় ফায়ার সার্ভিসের কর্মীদের। এই অগ্নিকাণ্ডে নিহত হয় ৭৮ জন এবং হতাহত হয় অর্ধশত। রাস্তায় তীব্র যানযট এবং আগুনের তীব্রতার কারণে অনেকে নিরাপদ স্থানে যেতে পারেনি, যে যেখানে ছিল ওখানেই নিমিষেই পুড়ে ছাই হয়ে গেছে। অগ্নিকাণ্ডের কারণ অনুসন্ধানের জন্য বেশ কয়েকটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। প্রাথমিক সূত্র থেকে জানা যায়, একটি পিক-আপ ভ্যানের সাথে একটি প্রাইভেট কারের সংঘর্ষ থেকেই এই আগুনের সূত্রপাত ঘটে। পিক-আপের ছিল গ্যাস সিলিন্ডার, গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয়েই এই আগুনের সূত্রপাত হয় এবং পাশে থাকা বৈদ্যুতিক ট্রান্সফর্মারে আগুন লেগে মুহূর্তে সেই আগুন ছড়িয়ে পড়ে সর্বত্র। হোটেল রাজমহল এর সি সি টিভি ফুটেজ থেকে জানা যায়, হাজী ওয়াহেদ ম্যানশনের তলা থেকে আগুনের সূত্রপাত হয়। ওয়াহেদ ম্যানশনের তলায় পারফিউম, বডিস্প্রে, এয়ারফ্রেশনার, গ্যাস লাইটার রিফিলের ছোট ছোট জার এবং রাসায়নিক কেমিক্যালের গোডাউন ছিল। সেখান থেকেই আগুনের সূত্রপাত হয়। ক্ষতিগ্রস্থদের পূর্ণবাসন সহায়তা করবে সরকার বলেছেন সড়ক পরিবহন সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। নিহত শ্রমিকদেরলক্ষ এবং আহত শ্রমিকদের ৫০ হাজার টাকা ক্ষতিপূরণ দিবে শ্রম কর্ম সংস্থান মন্ত্রালয়। এছাড়া মৃত প্রত্যেক ব্যক্তিকে দাফনের জন্য ২০ হাজার টাকা এবং ঢাকা মেডিকেল বার্ন কলেজ ইউনিটে চিকিৎসারতদের জন্য ৩০ লক্ষ টাকা প্রদানের ঘোষণা দিয়েছে দুর্যোগ ব্যবস্থাপনা ত্রাণ মন্ত্রালয়।
                                   "চকবাজারের এই অগ্নিকাণ্ডে আমরা সবাই শোকাহত"

No comments

Powered by Blogger.