Header Ads

Header ADS

গরম থেকে বাঁচতে কি পোশাক পরা এবং উপায় মেনে চলা উচিত?



 এই গরমে যে রঙের পোশাক আরামদায়ক গরম মানেই অসস্তি,ঘেমে - নেয়ে একাকার। এই গরমে সব রঙের পোশাক পরলেই যে ভাল লাগবে তা কিন্তু নয়। এই রোদে বেশি গাঢ় বা খুব চকচকে রঙের পোশাকের চাইতে, হালকা রঙের পোশাক পড়াই উত্তম। যে রঙগুলো এই গরমে আপনাকে মোহনীয় ও দৃষ্টিনন্দন করে তুলতে পারে সেগুলো হল:-  

সাদা:- গরমের সময় সাদা রঙের পোশাক পড়া বেশি আরামদায়ক। এটি তাপ ধরে রাখে কম। সাদা রঙের পোশাক আপনাকে সবার কাছে আকষর্ণীয় ও মোহনীয় করে তোলে। হালকা নীল:- হালকা নীল বা আকাশি রঙ অনেকের পছন্দের রঙ। এই রঙের পোশাক আপনাকে সুন্দর ও সকলের কাছে আকষর্ণীয় করে তুলবে। 
হালকা বেগুনী:- অনুষ্ঠান বা পার্টিতে একটু ভিন্ন রঙে নিজেকে সাজাতে এই রঙটি পড়তে পারেন। 
হলুদ বা লাইম( হালকা লেবু ):- হলুদ বা হালকা লেবু গরমের দিনে বেশি উপযুগী। অন্য সময় এই রঙটা এতোটা মানানসই না। তাই নিজেকে সবার থেকে আলাদা ভাবে সাজাতে এই রঙটা পড়তে পারেন।

No comments

Powered by Blogger.