Header Ads

Header ADS

কাতার বিশ্বকাপ ফুটবল ২০২২


               ­

বছরের দীর্ঘ প্রতীক্ষার পর ফুটবল প্রেমীদের অপেক্ষার পালা শেষ করে আবারও আসছে FIFA World Cup 2022. বিশ্বের অনেক দেশ অংশগ্রহণ করবে এই বিশ্বকাপে। আগমন ঘটবে নতুন নতুন ফুটবল জাদুকরদের এবং রচিত হবে ফুটবলের নতুন কোন ইতিহাস।

২০২২ ফিফা বিশ্বকাপ হচ্ছে ফিফা দ্বারা আয়োজিত চতুর্থবার্ষীক আন্তর্জাতিক ফুটবল প্রতিযোগিতা। ফিফা বিশ্বকাপের ২২ তম আসরের চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত হবে এশিয়ার দেশ কাতারে। এই আসরের মাধ্যমে প্রথমবার ফিফা বিশ্বকাপ আরব বিশ্বের কোন দেশে অনুষ্ঠিত হবে। ২০০২ সালে দক্ষিণ কোরিয়া এবং জাপানে ফিফা বিশ্বকাপের পর এটি এশিয়ায় অনুষ্ঠিত দ্বিতীয় ফিফা বিশ্বকাপ। কাতার বিশ্বকাপ ২০২২, ৩২ দলের অংশগ্রহণে আয়োজিত ফিফা বিশ্বকাপের সর্বশেষ আসর, এরপর ২০২৬ সালে ফিফা বিশ্বকাপ অনুষ্ঠিত হবে মার্কিন যুক্তরাষ্ট্র, মেক্রিকো এবং কানাডা এতে অংশগ্রহণ করবে মোট ৪৮ টি দল।

FIFA World Cup match fixers অনুযায়ী ২০২২ সালের ফুটবল বিশ্বকাপের উদ্বোধন হবে চলতি বছরের ২১ নভেম্বর এবং পর্দা নামবে ১৪ ডিসেম্বর ফাইনাল খেলার মাধ্যমে। ফিফা বিশ্বকাপ ফুটবলের শুভ উদ্বোধন হবে কাতার স্থানীয় সময় অনুযায়ী দুপুর টার মধ্যে এবং বাংলাদেশ স্থানীয় সময় অনুযায়ী বিকাল টার মধ্যে। এই অনুষ্ঠানের জন্য ভ্যানু হিসেবে নির্ধারণ করা হয়েছে কাতারের উত্তরে অবস্থিত আল খুর, আল বাইত স্টেডিয়ামে এবং শিরোপা নির্ধারণী ম্যাচ অনুষ্ঠিত হবে কাতার স্থানীয় সময় অনুযায়ী সন্ধ্যা টা এবং বাংলাদেশ স্থানীয় সময় অনুযায়ী রাত টায় কাতারের রাজধানী দোহা শহরের লুসাইল স্টেডিয়ামে।

কাতারে বিশ্বকাপ আয়োজন এবং বিশ্বকাপের প্রথা ভেঙ্গে জুন-জুলাইয়ের পরির্বতে নভেম্বর-ডিসেম্বর শীতের সময় কেন বিশ্বকাপ অনুষ্ঠিত হচ্ছে এই নিয়ে সমালোচনা প্রশ্নের শেষ নেই আমেরিকা ইউরোপের অনেক দেশের।

মধ্যেপ্রাচ্যের এই দেশের আবহাওয়ার কথা বিবেচনা করেই মূলত এই সময়সূচী নির্ধারণ করা হয়েছে বলে জানা যায়। প্রতিকূল গ্রীষ্মকালীন উত্তাপের কারণে কাতার এমন একটি সময় নির্বাচন করেছে যখন মরুভূমির এই দেশটিতে থাকে শীতল আবহাওয়া যা দর্শক, খেলোয়াড় সবাই উপভোগ করবে। এছাড়াও কাতার ছোট দেশ হওয়ায় একটা মাঠ থেকে অন্য মাঠের দূরত্ব মাত্র ৪০ মাইলের মতো এজন্য দর্শকরা গ্রুপ পর্বের সকল ম্যাচ সহজেই উপভোগ করতে পারবে।

FIFA World Cup 2022 এর দেওয়া তথ্য অনুযায়ী কাতারে অনুষ্ঠিত ফুটবল বিশ্বকাপে ২১০ টি দেশ অংশগ্রহণ করেছিল, বাছাই পর্ব শেষে কাতারসহ মোট ৩২ টি দল চূড়ান্ত খেলায় অংশগ্রহণ করবে। কাতারের টি শহরের, টি স্টেড়িয়ামে মোট ৭১ টি ম্যাচ অনুষ্ঠিত হবে এবারের ফিফা বিশ্বকাপে। গ্রুপ পর্বের প্রতিটি খেলার পর প্রতিটি দল ১২ দিন করে বিশ্রামের সুযোগ পাবে, তাই ফিফা একদিনে টি করে ম্যাচের ব্যবস্থা করেছে।

কাতার বিশ্বকাপে ৩২ টি দলকে মোট টি গ্রুপে ভাগ করা হয়েছে এবং প্রতিটি গ্রুপে মোট টি করে দল রয়েছে। নিচে ২০২২ সালের কাতার বিশ্বকাপের গ্রুপ এবং দলগুলো তুলে ধরা হলোঃ

গ্রুপ – A

কাতার

ইকুয়েডর

সেনেগাল

নেদারল্যান্ড

 

গ্রুপ – B

ইংল্যান্ড

ইরান

যুক্তরাষ্ট্র

ওয়ালেস/স্কটল্যান্ড/ইউক্রেন

গ্রুপ – C

আর্জেন্টিনা

মেক্সিকো

সৌদি আরব

পোল্যান্ড

গ্রুপ – D

ফ্রান্স

ডেনমার্ক

তিউনিসিয়া পেরু/অস্ট্রেলিয়া/আরব আমিরাত

গ্রুপ – E

স্পেন

জার্মানি

জাপান

কোস্টারিকা/নিউজিল্যান্ড

গ্রুপ – F

বেলজিয়াম

কানাডা

মরক্কো

ক্রোয়েশিয়া

গ্রুপ – G

ব্রাজিল

সার্বিয়া

সুইজারল্যান্ড

ক্যামেরুন

 

গ্রুপ – H

পর্তুগাল

ঘানা

উরুগুয়ে

দক্ষিণ কোরিয়া

 


­­­­­­যে সকল মাঠে খেলা অনুষ্ঠিত হবেঃ-

                                              ১। আল বাইত স্টেডিয়াম, আল খুর

                                              ২। আল রাইয়ান স্টেডিয়াম, আল রাইয়ান

                                              ৩। আল সুমামাহ স্টেডিয়াম, কাতার

                                              ৪। আল জানুব স্টেডিয়াম, আল ওয়াকরাহ

                                              ৫। লুসাইল আইকনিক স্টেডিয়াম, লুসাইল

                                              ৬। খলিফা ইন্টারন্যাশনাল স্টেডিয়াম, দোহা

                                              ৭। এডুকেশন সিটি স্টেডিয়াম, আল রাইয়ান

                                              ৮। স্টেডিয়াম ৯৭৪, দোহা

কাতার বিশ্বকাপ ২০২২ এর সর্বমোট প্রাইজমানি হচ্ছে ৪৪০ মিলিয়ন মার্কিন ডলার বা ৩ হাজার ৭৮৪ কোটি টাকা। ফিফা বিশ্বকাপ চ্যাম্পিয়ান যে দল হবে সে পাবে ৬ কেজি ১৭৫ গ্রাম ওজনের বিশ্বকাপের সোনালী ট্রফি জয় করার পাশাপাশি ৪২ মিলিয়ন মার্কিন ডলার বা ৩৬১ কোটি টাকা পাবে।

 

No comments

Powered by Blogger.